স্বাভাবিক জীবনে ফিরতে বিধিনিষেধ শিথিলে তাড়াহুড়ো করছে অনেক দেশ। এতে পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আগস্টে করোনার আরেকটি ঢেউ আসতে পারে বলেও আশঙ্কা করছে সংস্থাটি। জোরদার টিকা কর্মসূচি আর কঠোর বিধিনিষেধে ইউরোপের দেশগুলোতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। কয়েকটি দেশ এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মাস্ক পরার বাধ্যবাধকতাও শিথিল করা হয়েছে অনেক জায়গায়। খুলে দেয়া হচ্ছে রেস্টুরেন্ট, পানশালা, জিম, সিনেমা ও কনসার্ট হল।