টঙ্গীবাড়ীতে পিতার বন্ধুর ধর্ষনে কিশোরী ৬ মাসের অন্তঃসত্ব
তুষার আহাম্মেদ- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১৩ বছরের এক কিশোরী পিতার বন্ধুর নিয়মিত ধর্ষনের স্বীকার হয়ে ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পরেছেন। উপজেলার আব্দুলাপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামে ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৫ জুলাই সোমবার সকালে টঙ্গীবাড়ী থানায় ধর্ষনের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে লিখিত অভিযোগ করলে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনর্চাজ হারুন অর রশিদ বিষয়টি আমলে নিয়ে সোমবার দুপুরে আসামী আওলাদ হোসেন শেখকে (৪৩) আটক করে।
ধর্ষক আওলাদ হোসেন শেখ মুন্সীগঞ্জ সদর থানার মিরকাদিম পৌরসভার মিল্কিপাড়া এলাকার আলম শেখের ছেলে। কিশোরীর পিতা জানান- আওলাদের সাথে তার দীর্ঘ দিন যাবত মাছের ব্যবসা রয়েছে। যার ফলে তার বাড়িতে আসা যাওয়া ছিল। আমার স্ত্রী সুতার মিলে শ্রমিকের কাজ করে প্রতিদিন সকালে মিলে গেলে বাড়ি ফাঁকা পেয়ে আওলাদ আমার মেয়েকে ভয় দেখাইয়া জোর পূর্বক একাধিক বার ধর্ষণ করে। যার ফলে আমার মেয়ে ৬ মাসের অন্তঃসত্বা হয়ে যায়। আওলাদ বিবাহীত তার দুটি সন্তান রয়েছে।
টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, ধর্ষনের লিখিত অভিযোগে পেয়ে আওলাদ শেখ নামে একজনকে আটক করা হয়েছে। মেয়েটি ৬ মাসের অন্তঃসত্বা। আসামীকে গ্রেফতার পরবর্তী আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত আসামীকে মুন্সীগঞ্জ জেল হাজতে আটক রাখার নির্দেশ দিয়েছেন