সিরাজদিখানে ২টি (.২২-টুটু) বোরের রিভলবারসহ র্যাবের হাতে সম্রাট গ্রেপ্তা
তুষার আহাম্মেদ- মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২ টি রিভালবারসহ মো. সম্রাট (২১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সে উপজেলার খাসকান্দি বালুচর গ্রামের শাহ আলম ওরফে সাজুর পুত্র। রোববার ভোর রাত ৩টার দিকে তাকে নিজ বাড়ি হতে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
র্যাবের দায়ের করা এজাহার থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ গত রোববার ভোর রাত ৩টার দিকে সিরাজদিখান উপজেলার খাসকান্দি চালুচর গ্রামের শাহ আলম ওরফে সাজুর বাড়িতে অভিযান চালায়। এসময় আসামী সম্রাট পালানোর চেষ্টা করলে র্যাব-১০ তাকে গ্রেপ্তার করে। পরে সম্রাট তার শোবার ঘরের বিছানার নিচ হতে দুটি রিভালবার ও ২ রাউন্ড গুলি বের করে দেয়। যার একটি পাকিস্থানের তৈরী (.২২- টুটু) বোরের রিভলবার ও অপরটি পুরাতন। পরে তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।