করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে আরোপিত বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত।
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে আরোপিত বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিত করতে ৫ই জুলাই ২০২১ সোমবার ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা বাজার, সিএন্ডবি ঘাট, চুনাঘাটা বাজার, রাজেন্দ্র কলেজে স্থাপিত অস্থায়ী কাঁচাবাজার, অনাথের মোড়, রথখোলা, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। এ সময় করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধান ও জারীকৃত বিধি নিষেধ মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে হ্যান্ড মাইকযোগে সকলকে সচেতন করা হয়।