মৌলভীবাজারে আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ রোগীর সংখ্যা। গ্রামেগঞ্জে ছঁড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যরিয়েন্ট, হাসপাতালগুলোতে সিট খালি নেই। গত ২৪ ঘন্টায় জেলায় ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; এসময় কুলাউড়ায় মৃত্যু বরন করেন ১ জন। শনাক্তের হার ৪৩ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ে তথ্য মতে গত ২৪ ঘন্টায় ১৪২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।আক্রান্তের হার ৪৩ শতাংশ। এদিকে বিগত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ১৪ জন। নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়ার ১৭ জন, বড়লেখা ৪ জন, কমলগঞ্জ ১ জন, শ্রীমঙ্গল ৬ জন , জুড়ী ৬ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ২৩ জন।
বিগত ২০শে মার্চ ২০২০ইং থেকে ৫ জুলাই ২০২১ইং পর্যন্ত জেলায় মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭ জন। সুস্থ হয়েছেন ২৭৩২ জন।