শরীয়তপুর জেলার, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৩ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। তিনি ৩ জুলাই শনিবার ২০২১ প্রথমে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এবং একই তারিখে ডামুড্যা উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহন করেন।
পারিবারিক জীবনে তিনি বিবাহিত, এক সন্তানের জনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের পর দায়িত্ব পালনে তিনি ডামুড্যা উপজেলার সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন এবং তিনি আরো বলেন ডামুড্যা বাসিকে একটি মডেল ডামুড্যা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।
নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান কে ফুলের শুভেচ্ছা জানান সহকারী কমিশনার ভূমি ডামুড্যা ফজলে এলাহী,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফ আহমেদ ও ডামুড্যা প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী গন।