
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
বড়লেখায় স্বামী কতৃক স্ত্রী’র উপর এসিড হামলার শিকারের অভিযোগ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজরের বড়লেখা উপজেলায় স্ত্রী’কে এসিড মারার ঘটনা ঘটেছে। রোজ রবিবার (৪জুলাই) ভোরে উপজেলার দক্ষিনভাগ (দক্ষিন) ইউপি পূর্ব গাংকুল গ্রামে এই ঘটনা ঘটে ৷ ভুক্তভোগী এসিডদগ্ধ তরুনীর নাম রহিমা বেগম। সে গাংকুল গ্রামের রফিক মিয়ার মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে দীর্ঘদিন থেকে রহিমা বাবার বাড়িতে বসবাস করে আসছিলো ৷ রোজ শনিবার(৩জুলাই) ঘাতক শিপন আহমেদ স্বামী, স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে শশুর বাড়িতে আসে৷ রাতে একসাথে শশুর বাড়িতে কাটান, ভোরে তার স্ত্রী রহিমা বেগমকে (২৪) এসিড মেরে পালিয়ে যায়৷ রহিমার চিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ৷ তার অবস্থা সংকটাপন্ন। সে দক্ষিনভাগ গ্রামের মুকুল মিয়ার ছেলে। সে পেশায় মোটর সাইকেল ইঞ্জিনিয়ার কাজ করতো।
এ ঘটনার সত্যতা জানতে, বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে বলেন এসিড ছিল না, এটা পেট্রোল। এসিড বলে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আমরা থানা পুলিশের অভিযানে আসামী শিপন আহমেদকে গ্রেফতার করতে সক্ষম হই। আইনানুসারে শিপনের উপর মামলা দায়ের করা হয়েছে ও আইনি কার্যক্রম সম্পর্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেন।
