হয়তো সকলেই জানেন যে হযরত মুসা কলিমুল্লাহ (আঃ) ছিলেন একজন তীব্র ঊষ্ম মেজাজের পয়গম্বর, যাহার কথার আগে হাত বেশি চলিতো। যখন মুসা (আঃ)-এর মৃত্যুকাল সন্নিকটে আসিলো তখন হযরত আজরাইল আঃ মানুষের রুপে যথাসময়ে উপস্থিত হয়ে বিনা সালামে তাহার ঘরে প্রবেশ করে বলেছিলেন হে মুসা মৃত্যুর জন্য প্রস্তুত হও!
