কুলিয়ারচরে নারী সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন ওসি সুলতান মাহমু
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কোভিড-১৯ মরণঘাতী করোনা প্রতিরোধে সুরক্ষার জন্য কিশোরগঞ্জের কুলিয়ারচরে নারী সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে. সুলতানা মাহমুদ।
শনিবার (৩জুলাই) বিকালে অফিসার ইনচার্জ অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় শেষে নারী সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেন সাংবাদিকবান্ধব ওসি এ.কে.এম সুলতান মাহমুদ।
এ সময় তিনি বলেন, করোনাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নারী সাংবাদিকগণ মাঠে কাজ করে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছে। তাদের সুরক্ষার জন্য সামান্য উপহার হিসেবে এ মাস্ক বিতরণ করা হয়।