
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
লকডাউনের তৃতীয় দিনে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান ও জরিমানা আদায়
ফরিদপুর:
ফরিদপুরে লকডাউন নিশ্চিত করতে তৃতীয় দিনে করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে আরোপিত বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিত করতে সদর উপজেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন কারনে তিনজনকে জরিমানা ও আদায় করা হয়েছে।
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে আরোপিত বিধি নিষেধ প্রতিপালন নিশ্চিত করতে ৩রা জুলাই ২০২১ শনিবার ফরিদপুর সদর উপজেলার তেতুলতলা, কানাইপুর বাজার, কৃষ্ণনগর, গোবিন্দপুর, কালিতলা, পরানপুর, খলিলপুর, শিবরামপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।
এ সময় বিজিবি ও আনসার বাহিনীর টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে বিধি নিষেধ ভঙ্গ করে দোকান খোলা রাখায় এবং মাস্ক পরিধান না করায় ৩ জনকে সর্বমোট ১১০০ (এক হাজার একশত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধান ও জারীকৃত বিধি নিষেধ মেনে চলার প্রয়োজনীয়তা সম্পর্কে হ্যান্ড মাইকযোগে সকলকে সচেতন করা হয়।

Next Post