বটিয়াঘাটায় বাজার মার্কেটের নির্মাণ কাজ করতে যেয়ে বিদ্যুতের শর্ট করে রানা (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার আব্দুর রবের পুত্র বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত শ্রমিক রানা যশোর জেলায় বসবাস করে । ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে চারটায়। প্রর্তখ্যদর্শী সূত্রে জানা যায়, খুলনা ফয়সাল ট্রেডার্সের ঠিকাদার হাফিজুর রহমান হাফিজের বটিয়াঘাটা বাজারে ৪ তলা ভবনের নির্মাণ কাজ করার সময় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সাথে টাওয়ারের ছুঁয়ে যায়। এতে উপরে উঠে কাজ করার সময় রানা নামের এক শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময়ে তাকে আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।