মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্য
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মো. শাকিল (৩৫) নামে এক যুবকের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল ১ই জুলাই বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজেং এ ঘটনা ঘটে।
তথ্য সুত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টার দিকে লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের দক্ষিণ মেদিনীমন্ডল গ্রামের বাবুল আকনের ছেলে পারিবারিক কলহের কারনে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসাইন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।