ঘর থেকে বের হচ্ছে মানুষ, রিকাবী বাজারে গাদাগাদি-পরছে না মাস্ক
নিজস্ব প্রতিবেদক – জরুর প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না- এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
কিন্তু মুন্সিগঞ্জে লকডাউন চললেও অবাধে মিরকাদিমের রিকাবী বাজারে মানুষ ঘুরে বেড়াচ্ছে। চলাচল করছে যানবাহন। আজ বৃহস্পতিবার সদর উপজেলার মিরকাদিমের রিকাবী বাজারের চিত্র দেখা যায়।
চায়ের দোকান থেকে শুরু করে কিছু কিছু , ব্যবসাপ্রতিষ্ঠানের ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা খোলা দেখা রয়েছে।
সদরের উপজেলার মিরকাদিম রিকাবী বাজারের সড়কগুলোতে রয়েছে সাধারণ মানুষের ভিড়। এ চিত্র মিরকাদিম পৌরসভায়।
এবিষয় মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম বলেন, যে লকডাউনের ব্যাপারে মাইকিং করা হয়েছে বর্তমান পৌরসভা বন্ধ রয়েছে সরকারি আইন মেনে বাজার ব্যবসায়ীদের বন্ধ রাখা বলা হয়েছে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না প্রয়োজন থাকলে দুরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করুন।