মোঃ আরিফ :
গাজীপুরের পরিবহন খাতে চাঁদাবাজি থামছেই না। প্রতিনিয়তই একদল সন্ত্রাসী চাঁদাবাজ পুলিশ প্রসাশন ও সরকারী দলের ছত্রছায়ায় থেকে গাজীপুরের বিভিন্ন সড়ক থেকে প্রতিদিন জিপি’র নামে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। লাগামহীন এই চাঁদাবাজি যানবাহন চালক, গাড়ির মালকসহ সংশ্লিষ্ট সবার গলার কাঁটা হয়ে দাড়িয়েছে। ট্রাফিক পুলিশ সার্জেন্টদের দেয়া টাকাগুলো অভিহিত হয় মাসিক মাসোয়ারা হিসেবে। এর বাহিরেও প্রতিদিন গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সংযুক্ত বিভিন্ন শাখা রোড থেকে ক্ষমতাসীন চাঁদাবাজরা রিক্সা থেকে শুরু করে ভ্যান গাড়ি, সিএনজি, ব্যাটারী চালিত অটো, মিশুক, লেগুনাসহ বিভিন্ন পরিবহন থেকে জিপি’র নামে নুন্যতম ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছেন। এর মধ্যে বিশেষ করে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা গেইট, চেরাগ আলী’র ডেসকো, কলেজ গেইট, বনমালা রোড, এরশাদ নগর, গাজীপুরা, গাছা রোড, খাইলকুর রোড, আইটি রোড অটো স্ট্যান্ড গুলো উল্ল্যেখ যোগ্য স্থান। এমস্ত অটো স্ট্যান্ড থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা জিপি’র নামে চাঁদাবাজি করে হাতিয়ে নিচ্ছেন চাঁদাবাজরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অটোরিক্সার ড্রাইভার সংবাদদাতাকে বলেন, “তারা সবাই ক্ষমতাসীন দলের লোক, তাদেরকে চাঁদা না দিলে রাস্তায় গাড়ি নিয়ে বের হতে দেয় না, চাঁদাবাজরা কেউ কেউ স্থানীয় কাউন্সিলরের ছেলে, আবার কেউ কাউন্সিলরের সালা, আবার কেউ কেউ কাউন্সিলরের ভাইও পরিচয় দিয়ে থাকে, তাদের হাতেই বর্তমানে ক্ষমতা, আমরা ড্রাইভার’রা তো স্থানীয় না”। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলতে চাইলে কেউই কথা বলতে রাজি হননি। পরিবহন খাতে অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিস্তারিত আসছে আগামি সংখ্যায়, জানতে চোখ রাখুন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকায়।
