
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
সিরাজগঞ্জে নতুন সনাক্ত ৪৩, মৃত্যু ১
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ৪৩ জনের শরীরে সংক্রমণ সনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন একজন, নতুন আক্রান্তের হার ৩১.৮৫% নতুন সনাক্ত ৪৩ জনের মধ্যে সদরে ২৫ জন, উল্লাপাড়ায় ২ জন, রায়গঞ্জে ৬ জন, কামারখন্দে ৭ জন, কাজিপুরে ২ জন ও তাড়াশে ১ জন। এদের মধ্যে কাজিপুরে আতাহার আলী (৫৭) নামের একজন মারা যান।
মঙ্গণবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক। তিনি বলেন ৪৩ জনসহ জেলায় সর্বমোট কোভিড-১৯ (করোনা ভাইরাসে) সনাক্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৪০৮জনে। এবং মৃতের সংখ্যা দাড়ালো ৩২জনে, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৩৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এপর্যন্ত জেলায় সর্বমোট সনাক্ত ৪ হাজার ৪০৮ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের।
