কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে ২শত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার উদ্যোগে ২শত দরিদ্র পরিবারের মাঝে ৫ শত টাকা করে বিতরণ করা হয়েছে।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় গত রোববার (২৭ জুন) বিকাল ৩ টার দিকে কুলিয়ারচর পৌরসভা চত্ত্বরে ২শত অসহায় কর্মহীনদের মাঝে কার্ড প্রতি ৫ টাকা করে মোট ১লাখ টাকা নগদ বিতরণ করা হয়।
কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের মাঝে এ উপহারের অর্থ বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, কাউন্সিলর নূরে আলম, সৈয়দ কানন, হাজী মো. হুমায়ুন কবির নূরী ও মো. জামাল উদ্দিন প্রমূখ।