ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়া ঘাঁটিতে বিমান হামলা চালানোর দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরাকে মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়। সিরিয়ার দুটি ও ইরাকে একটি অপারেশন ও অস্ত্র সংরক্ষণাগারে হামলার বিষয়টি বিবৃতিতে নিশ্চিত করা হয়। তবে হামলায় কোন হতাহতের খবর জানানো হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই হামলা চালানো হয়। বাইডেনের ক্ষমতা গ্রহণের পাঁচমাসের মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া ঘাঁটিতে হামলার দ্বিতীয় নির্দেশ এটি। এর আগে ফেব্রুয়ারিতে ইরাকে রকেট হামলার প্রতিবাদে সিরিয়ায় হামলা চালায় মার্কিন সেনারা।