
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফলে জেলায় করোনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩৫ জনে। রোজ রোববার (২৭ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারে কোনো নমুনা পরীক্ষা হয়নি। তবে অ্যান্টিজেন টেস্টে ৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ৩ জন জুড়ীর, কমলগঞ্জের ২ জন, কুলাউড়ার একজন এবং রাজনগরের একজন। ফলে জেলায় করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮৭৮ জনে।
২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিটি মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে জেলায় এখন পর্যন্ত ৩৫ জন মারা গেছেন। এদের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২ এবং সদর হাসপাতালের ২০ জন রয়েছেন। শনাক্ত এবং মৃতের পাশাপাশি মৌলভীবাজারে একদিনে সুস্থ হয়েছেন ৭ জন করোনা রোগী। এদের সকলেই কমলগঞ্জ উপজেলার। জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৯ জনে।
জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৬২ জন। যাদের মধ্যে হাসপাতালে ১০ জন এবং বাড়িতে ২৫২ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হাসপাতালে সন্দেহভাজন চিকিৎসাধীন আছেন আরও ১১ জন।

Next Post