বিএম. মাহবুব রহমান, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা সংক্রমনের মাত্রা আবারও বাড়তে শুরু করেছে। আজ শনিবার মোরেলগঞ্জ হাসপাতালে ৩২ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের পজেটিভ মিলেছে। আজকের দিনের হিসেব অনুযায়ী সংক্রমনের হার প্রতি একশত জনে ৪৭ জন।
এ নিয়ে চলতি জুন মাসের ২৬ দিনে ১২৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৩ জন। এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, মোরেলগঞ্জের করোনা পরিস্থিত এখন ভয়াবহ। যে যেখানে আছে তাকে সেখানেই থামিয়ে দেওয়া উচিত।
এবিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশ সরকারি সকল নির্দেশনা বাস্তবায়ন করছে। সোমবার থেকে আরও কঠোর হবে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী।