কেনো ভাসাও
মোরে আঁখিজলে…
…………….শেখ তিতুমীর আকা
সংগ্রহে: সাংবাদিক তাসলিমা সাথী
তুমি ভবে এক দিকেতে ভাসাও মোরে আঁখিজলে,
আরেক দিকে জাগিয়ে তোল মোর হাসি…
যখন ভাবি সব হাড়ালাম বুঝি আমি যে সর্বনাশী,
গভীর করে পাই তাহারে বল কোথায় খুঁজি।।
আপনি অতি আপন করে যখন ফেলো দূরে,
বুকের মাঝে আবার নতুন করে জ্বড়িয়ে ধর…
তবে বুঝি তোমার খেলা যে তুমিই খেলো,
আমি আমার মাঝে আমাতে নাই এবার ক্ষমা করো।।
সোনার হরিণ চাহিনাই চেয়েছি একটু সুখ,
তবে তুমি কেনে অথরে ভাসালে কেনে দিলে দুঃখ..
আপন করে নিবে যদি কেনো দিলে নিরবাসরে,
জীবন তরী থেমে থেমে চলে কান্ত যখন দিনশেষে।।
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও নাহি ধরে,
বুক ছাপিয়ে তরঙ্গ মোর যে কাহার পায়ে পড়ে…
তবু আমি আপন করিতে সদা তোমায় রহিব বিলীন,
তোমার দুঃখে সবদা আমি যে রইব যে মলিন।।
এসো পার হয়ে মোর হৃদয়-মাঝে বে- সুর বাজায়ে,
তোমার সাথে ভবের খেলা দূরের খেলায় হাড়ে যে
কবে যে আমার বাঁশি বাজাবে গো প্রাণ আপনি আসি,
আনন্দময় সুখবাসরে নীরব রাতের নিবিড় আঁধারে?