
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
নাটোরে র্যাব-৫ কর্তৃক বিদেশী পিস্তলসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসী আটক
নাটোর জেলা প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত মাদক, জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৫ জুন শুক্রবার রাএী ৭টা৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে, নাটোর জেলার বড়াইগ্রাম থানার নগর ইউনিয়নের দোগাছি গ্রাম এলাকা হইতে মেজর মোঃ সানরিয়া চৌধুরী, কোম্পানী কমান্ডার সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ রাজশাহী এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে, পিস্তল ১ টি ও ম্যাগাজিন ১ টিসহ আলতাফ হোসেন ভোলন (৩৫), পিতা মোঃ আবুল হোসেন, গ্রাম কয়েনবাজার (পশ্চিমপাড়া), থানা বড়াইগ্রাম, জেলা নাটোরকে আটক করে।
কম্পানীর কমান্ডার সানরিয়া চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান হইতে অবৈধভাবে সংগ্রহ করিয়া অপরাধ সংঘটনের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করিয়া আসিতেছে। উপরোক্ত ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।

Next Post