Share ইসলামপুর প্রতিনিধি : দেওয়ানগঞ্জে বাঘারচরে ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২ টায় সানন্দবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি জোয়াহার হোসেন খান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বাজার খালেকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মিনহাজ উদ্দিন ৩৩ কে ১০০ পিছ ইয়াবা সহ আটক করে। আটককৃত যুবক ময়মনসিংহ সদরের আকোয়া ইউনিয়নের উজান বাররা গ্রামের মৃত শাহজাহানের ছেলে। আইসি জোয়াহার হোসেন জানান মামলার প্রস্তুতি চলছে। 0 Share