সাতগাঁও জমে উঠেছে কবুতরের হাট
শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও জমে উঠেছে কবুতরের হাট। কবুতর পালনে আগ্রহী হয়ে উঠেছে অনেক পরিবার। কবুতর পালনে এলাকার যুবক ও নারীদেও অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। বর্তমানে হাঁস-মুরগির মতো শ্রীনগর উপজেলার প্রায় প্রতিটি বাড়িতে কবুতর পালন করতে দেখা যায়। প্রতি শুক্রবার সাতগাঁও জমে কবুতরের হাট। মূলত সকালে থেকে বেচাকেনা শুরু হয়।
একদিকে যেমন বাজারে বিভিন্ন ব্যক্তি আসেন তাদেও পোষা কবুতর বিক্রি করতে, একইভাবে পাইকার বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন এই হাটে। কবুতর ব্যবসায়ীরা জানান, শ্রীনগর উপজেলা বিভিন্ন বাজারে কবুতর বিক্রি করা হয়। কবুতর বিক্রি করে সংসার, পরিবার ও পরিজন নিয়ে তারা অনেকেই ভালো আছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হাসিনা নার্গিস বলেন, প্রতিটি বাড়িতে এখন কবুতর পালন করা হচ্ছে। এসব কবুতর উপজেলার বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে। এতে করে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা অনেকটাই লাভবান হচ্ছে।