
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
সিরাজগঞ্জে কাজিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম রোডের বানিয়াজান ব্রিজ এলাকায় মটরসাইকেল দুর্ঘটনায় ওসমান গণি (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওসমান গণি ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২২ জুর) আনুমানিক সকাল ৯টার দিকে একটি মটরসাইকেল বেপড়োয়া গতিতে ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এসময় বৃদ্ধসহ মটরসাইকেল চালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ওসমান গণিকে মৃত ঘোষনা করেন। এছাড়াও আহত মটরসাইকেল চালকের উন্নদ চিকিৎসার জন্য সিরাগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারের হাসপাতালে প্রেরণ করেন। আহত মোটরসাইকেল চালক সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের জহুরুল কাজীর ছেলে নয়ন কাজী।
এ বিষয়ে এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএন সরকার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
