শ্রীনগরে বেকার যুব ও যুব মহিলাদের আত্ন কর্ম সংস্থান মূলক সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠিত
আরিফ হোসেন হারিছ
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বেকার যুব ও যুব মহিলাদের আত্ন কর্ম সংস্থান মূলক সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২জুন দুপুর ১২ টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, ষোলঘর ইউপি সদস্য আশ্রাফুল আলী চৌধুরী রোমেল। এসময় ২৫ জন বেকার যুব ও যুব মহিলার মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়।