মুন্সীগঞ্জে নদীতে পড়ে যুবকের মৃত্যু
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে
নদীতে পড়ে মো. মুসলিবিন (২২) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২জুন) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে মুন্সীগঞ্জের সদর উপজেলার মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ধলেশ্বারী নদীতে মো. মুসলিবিন নামে এক যুবক পড়ে যায়। পরে স্থানীয় অপর এক যুবক তাকে বাঁচাতে ঝাপিয়ে পড়লেও নিহত মুসলিবিনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে সকাল সাড়ে ১০ টা থেকে উদ্ধার অভিযানে নামে নারায়নগঞ্জ নদী বন্দর বিআইডাব্লিটিএর ডুবুরী দল। ওক ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে ডুবরী কবির হোসেন ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
উল্লেখ্য, নিহত মো. মুসলিবিন লাঞ্চঘাটের কাছের হাটলক্ষিগঞ্জ এলাকার হাফেজ দেলোয়ার হোসেনের ছেলে। সে পেশায় একজন দিনমজুর।
এ ব্যাপারে সদর থানার এসআই কাজল দাস বলেন, উদ্ধার হওয়া যুবক কিভাবে নদীতে পরে গেলো বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।