মুন্সীগঞ্জের মিরকাদিমে নৈদিঘির পাথর ফুটবল লীগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ
মোঃলিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের মিরকাদিমে নৈদিঘির পাথর ফুটবল লীগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। তারা ট্রাইবেকারে ৫-৩ গোলে পরাজিত করে প্রতিপক্ষ দল ম্যানচেস্টা সিটিকে।
রবিবার বিকালে সদর উপজেলার মিরকাদিমে পৌরসভার রিকাবী বাজার আর এম সি মাঠে একতা ক্রীড়া সংঘের আয়োজনে লীগের দ্বিতীয় আসরের সমপনি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এর আগে একঘন্টার খেলায় ১-১ গোলে দুই দলের মধ্যে সমতা হলে ট্রাইবেকারে ফলাফল নির্ধারণ হয়।
খেলা শেষে জয়ী রিয়াল মাদ্রিদের খেলোয়ারদের হাতে পুরুস্কার তুলেদেন মিরকাদিম কাউন্সিলর মো. লিটন ও বর্নালী স্যাটালাইট চেয়ারম্যান মো. বাবুল আহম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন হাতিমারা পুলিশ ফাড়ি ইনচার্জ খন্দকার তবিদুর রহমান, পশ্চিম পাড় নৈয়দিঘির পঞ্চায়েত সাধারণ সম্পাদক মো. ফয়েজ মাদবর, সমাজ সেবক মো. খরসু নোমান,মমতাজ উদ্দিনসহ আরো অনেকেই।
লীগ টিতে বিভিন্ন স্থানের ১০টি ফুটবল দল অংশ নেয়।