সাবেক এমপি খ. আসাদুজ্জামানের স্ত্রীর ইন্তেকাল
কোরবান আলী তালুকদার: বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হকের মা কুলসুম জামান (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১৯ জুন) ভোর ৫টা ২০ মিনিটে ঢাকা এভারকেয়ার হসপিটালে ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কুলসুম জামান দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছেলে-মেয়ে, নাতি-নাতনি, আত্নীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম জানাজা ঢাকার গুলশান আজাদ মসজিদে হয়।পরে তাকে টাঙ্গাইলের নিজ গ্রামে জানাযা শেষে নারুচী পারিবারিক কবরস্থানে তার স্বামী মরহুম খন্দকার আসাদুজ্জামানের কবরের পাশে দাফন করা হয়।