
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
মোঃ শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলা শহরের দক্ষিণ ভবানীপুরে পুলিশ লাইনস, এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ওলিউর রহমান (৬২) ও তাঁর স্ত্রী ফাতেমা রহমান (৫৫)। ওলিউর পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, ওলিউর জুমার নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গোসলের পর বেলা পৌনে একটার দিকে তিনি বাড়ির ছাদে যান। ছাদে ওঠার সিঁড়ি বিদ্যুতায়িত ছিল। তিনি সিঁড়িতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্ত্রী ফাতেমা তাঁকে রক্ষায় এগিয়ে এসে স্বামীর শরীর স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি তাঁদের ছেলে হাসিবুর রহমান দেখতে পেয়ে বাড়ির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। দুজনকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
