মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতর
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, আওয়ামী লীগ ৭১ থেকে ৭৫ পর্যন্ত এক দলীয় শাসন কায়েম করে দেশের গণতন্ত্র হরণ করেছিল। ৭৫ এর পরে শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিা করে জনগনের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল। আজ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই পথ অনুসরণ করে জনগনের ভোটাধিকার হরন করে গনতন্ত্র ধ্বংস করছে। তিনি আজ (শনিবার) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন আজ আমাদের মাঝে জিয়াউর রহমান নেই তার আর্দশকে বাস্তবায়ন করতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব শাহ্ জাহান খান, সাধারণ সম্পাদক লৌহজং উপজেলা হাবিবুর রহমান অপু চাকলাদার, সহ সভাপতি লৌহজং উপজেলা বিএনপি এম, এ লতিফ ঢালী, সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি হাজী মোঃ আমির হোসেন বেপারী, সভাপতিত্ব করেন সভাপতি গাওদিয়া ইউনিয়ন বিএনপির শাহ্ আলম শিকদার, সাধারণ সম্পাদক গাওদিয়া ইউনিয়ন বিএনপি মোঃ বাদল হোসেন হাওলাদার প্রমুখ।
পরে ৫ শতাধিক ব্যক্তির মাঝে বস্ত্র বিতরন করা হয়।