টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ১১৩, মোট ৫৮২
কোরবান আলী তালুকদার:
টাঙ্গাইলে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৩১৩টি নমুনা পরীক্ষায় জেলায় ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এক জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তরা হলো- সদরে ৫৪ জন, কালিহাতী ২০ জন, মির্জাপুরে ১০ জন, দেলদুয়ারে ৬ জন, সখীপুরে ১জন, বাসাইলে ৮জন, ঘাটাইলে ৮জন, মধুপুরে ১জন, ভূঞাপুরে ৩জন ও গোপালপুরে ২জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮২৫ জন।
বৃহস্পতিবার (১৭ জুন) টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস জানান, ঢাকায় পাঠানো গতকালের নমুনা থেকে প্রাপ্ত ফলাফলে নতুন করে আরো ১১৩ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে এবং একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৮২৫ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩৭১ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছেন ৯৬ জন। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে এবং নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।