মুন্সীগঞ্জে জিও ব্যাগ ফেলে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পদ্মা শাখা নদীর তীর রক্ষার্থে জিও ফেলে আপদকালীন জরুরী অস্থায়ী কাজের উদ্বোধন করা হয়েছে । গতকাল ১৭ই জুন বৃহস্পতিবার টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে এলাকায় জিও ব্যাগ ফেলে এ কাজের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় মুন্সীগঞ্জ ২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপার বাজার রক্ষার্থে পদ্মা শাখা নদীর তীর রক্ষার্থে আপদকালীন জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষামূলক জিও ব্যাগ ফেলে তীর রক্ষা কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য আকলিমা আক্তার, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদ খান, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হালদার, কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন হালদার প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।