
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
সিরাজগঞ্জে বেলকুচিতে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও আনিসুর রহমান
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজগড়া জামতৈল গ্রামে এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি দশম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন। বুধবার বিকালে দৌলতপুর ইউনিয়নের আজগড়া জামতৈল গ্রামে কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে আজগড়া জামতৈল গ্রামের দশম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে সিরাজগঞ্জ সদরের চন্দ্রকণা গ্রামের ট্রাকচালক (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ।
