
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
রাজেন্দ্রপুর পূর্ব বিটে বন বিভাগের জমি উদ্ধার করে নিশ্র বনায়ন
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর পূর্ব বিটের আওতাধীন ২০২০ ও ২০২১ এর আর্থিক সালে হালুকাইদ বাজার ও আশে পাশে জবর দখল থেকে বন বিভাগের কয়েক একর জমি উদ্বার করে মিশ্র বনায়ন করা হয়েছে। বনাঞ্চল সমৃদ্ধ ঘনবসতিপূর্ণ শিল্প অধ্যুষিত জেলা। এসব জেলায় সুফল প্রকল্প বাস্তবায়নে লক্ষ্যমাত্রা পূরণে জবরদখল উচ্ছেদের বিকল্প নেই। সুফলে লক্ষ্যমাত্রা পূরণে জবরদখল উচ্ছেদের বিকল্প নেই। জবরদখল উচ্ছেদে আইন শৃঙ্খলাবাহিনীসহ সংশ্লিষ্ট সকল সরকারি দফতরের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা জনাব আইয়ুব আলী খানের নেতৃত্বে ও স্টাফদের সহযোগিতায় বন বিভাগের জমি উদ্ধার করে উক্ত জায়গায় মিশ্র বাগান করেছেন বন বিভাগ। এবিষয়ে রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা আইয়ুব আলী খাঁন জানান, আমি আসার পর বন বিভাগের কয়েক একর জমি উদ্ধার করেছি এগুলোতে বাগান করা হচ্ছে আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং রাজেন্দ্রপুর পূর্ব বিটের মধ্যে এখন থেকে নতুন রূপে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।
