মাদারীপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত।
রাকিব হাসান, মাদারীপুর।
স্বেচ্ছায় করিব রক্তদান, হাসবে রোগি- বাচবে প্রান – এ শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকেলে মাদারীপুরে পালিত হয়েছে বিম্ব রক্তদাতা দিবস পালিত হয়েছে।
একুশ দর্পণ পত্রিকা অফিসে সম্মিলিত স্বেচ্ছাসেবক পরিষদ আয়োজিত বিশ্ব রক্তদাতা দিবস অনুষ্ঠানে আলোচনা সভায় তারুন্যের প্রভাত রক্তদাতা স্ংস্থার ফাউন্ডার মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌধুরী ক্লনিক এর ল্যাব সহকারী বিকাশ বিশ্বাস, আচমতআলী খান সেন্ট্রাল হাসপাতালের ল্যাব স্পেশালিস্ট মো সাইদ,তারুন্যের প্রভাত এর তথ্য ও মিডিয়া সমন্বয়ক সুদিপ বনিক, সৌরভ হালদার, আসিফ আবরার, আবদুর রহিম প্রমুখ
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বপ্নেরহাসি রক্তদাতা সংস্থার সমন্বয়কারী নাজমুল সরদার। পরে বাদ মাগরিব ফুড অফিস জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।