ভূঞাপুরে চরাঞ্চল থেকে এক যুবকের মরদেহ উদ্ধা
কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরাঞ্চল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গত শনিবার (১২ জুন) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের রাজাপুর চরাঞ্চল থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার ধুবলিয়া গ্রামের শামছুল হকের ছেলে মাহমুদ হাসান সজিব (২৩)।
স্থানীয়রা জানান, বিকেলে ভুঞাপুর চরাঞ্চলের রাজাপুরের কৃষকরা ক্ষেতের শস্য কাটতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে ভুঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব জানান, মরদেহটি পচন ধরে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি তিন চারদিন আগের। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে ঘটনার প্রকৃত রহস্য জানা যাবে।