নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় হাসনা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। রবিবার সকাল পৌনে দশটায় উপজেলার বনপাড়া- পাবনা মহাসড়কের গড়মাটি রশিদ অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসনা বেগম উপজেলার গড়মাটি মাঝি পাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী আকছেদ আলীর স্ত্রী। তিনি রশিদ অটো রাইস মিলে ঝাড়ুদারের চাকরি করে।
বনপাড়া হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।