মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানপ ১০লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। এসময় কাউকে আটক করতে সম্ভব হয়নি। শুক্রবার (১১জুন) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার ইসলামপুর মেম্বারটিলা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ওষুধ জব্দ করা হয়। সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধভাবে এ সব আনা হয়েছে।
জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারত থেকে পণ্য আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের একটি টহল দল ১০নম্বর ইসলামপুর মেম্বার পাড়া এলাকায় অভিযানের সময় তল্লাশি চালিয়ে জঙ্গলের ঝোঁপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৭বস্তায় ৮ লাখ ৬১হাজার পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০লাখ টাকা।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে যায়। পরে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে এসব উদ্ধারকৃত ওষুধ হস্তান্তর করা হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরাকারবারীদের যেকোনো মূল্যে প্রতিরোধ করা হবে।