সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার ১১জুন ২০২১ সাভারের ভাকুর্তা ইউনিয়ন এর হারুলিয়া গ্রামের আলাদা দুটি ক্ষেত থেকে ১/ রায়হান ( ১৭) ২/ নাজমুল (১৮) নামের দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুই যুবকের গলায় ধারালো অস্ত্রের এলোপাথাড়ি আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ১/ রায়হান তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর উত্তর পাড়া এলাকার রতন মিয়ার ছেলে। ২/ নাজমুল (১৮) বরিশাল জেলার গৌরনদী থানার পশ্চিম শেওড়াপাড়া এলাকার নেছার মোল্লার ছেলে।
নিহত দুই যুবক রায়হান ও নাজমুল দুজনে সম্পর্কে খালাতো ভাই।