মোঃ হাবিবুর রহমান সবুজ, শ্রীপুর ( গাজীপুর ) প্রতিনিধি:
৪ জুন শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে ময়মনসিংহ মহাসড়কে গড়গড়িয়া নতুন বাজারের সাথে পুষ্পদাম রিসোর্ট এর সামনে, ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার ও বাসের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে, সামনে থাকা বাসের পেছন দিয়ে ডুকে যায়। খবর পেয়ে, জয়দেবপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে ও গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে যান। পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের চালক পালিয়ে গেছে তাকে আটক করা সম্ভব হয়নি।
তবে, কেউ নিহত না হলেও প্রাইভেট কারের চালক আহত হয়েছেন।