ভূঞাপুরে বঙ্গবন্ধু গোল্ড কাপ অনুর্ধ্ব ১৭ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠি
কোরবান আলী তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভূঞাপুর পৌরসভা ফুটবল দল নিকরাইল ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট, বিশিষ্ট ক্রীড়ানুরাগী এ্যাডভোকেট আব্দুল গফুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী লীগের সকল ইউনিটের নেতা-কর্মীবৃন্দ। পরে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।