নাটোরের লালপুর উপজেলার ১০নং কদিম চিলান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার সকালে ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ১০ নং কদিম চিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা মাস্টারের সভাপতিত্বে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব জিয়াউর রহমান ।এ অর্থ বছরে আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৬ লক্ষ ০৯ হাজার ৭ শত ৩০ টাকা।
মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৬৭ হাজার ৮ শত ৭০ টাকা। এ অর্থ বছরের বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, সুধিজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার জানান, বাজেটটি যুগোপোযোগী ও জনবান্ধব। ২০২০-২১ অর্থ বছরে উদ্বৃত্ত ৪১,৮৬০ টাকা তবে কোন ঘাটতি নেই।