টাঙ্গাইলের ঘাটাইল সাঘরদিঘী রাস্তার বেহাল দশায় গ্রামবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণে এসব রাস্তায় নতুন করে আরও খানাখন্দ দেখা দিচ্ছে। সরেজমিনে দেখা গেছে, রাস্তা তুলনামূলকভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ইতিমধ্যেই গাড়ী উল্টে অনেকেই আহত ও হয়েছেন।
দুই থেকে আড়াই বছর ধরে এইফ রাস্তায় কোনো সংস্কার না হওয়ায় স্থানে স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। ট্রাকসহ গাড়ি ও অন্যান্য যানবাহন গুলো দু্র্ঘটনার মত ঘটনাও ঘটছে। সাগার দীঘি ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন লিটন বলেন, ঘাটাইলের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা এই রাস্তাটি সংস্কারকাজ করা হবে বলে আশ্বস দিয়েছেন।