ঈশ্বরদীতে ৮ পা বিশিষ্ঠ ছাগলের বাচ্চার জন্ম!
পাবনা প্রতিনিধি : আটটি পা নিয়ে ছাগলের বাচ্চার জন্ম হয়েছে ঈশ্বরদীতে। এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষের ভিড় জমিয়েছে ছাগলের বাচ্চাটি এক নজর দেখতে।
আট’পা বিশিষ্ঠ ছাগলের বাচ্চার জন্ম হয়েছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের মৃত চেরাগ আলী মোল্লার ছেলে মোহাম্মদ সিদ্দিক আলী মোল্লার বাড়ির পালিত একটি ছাগলের গর্ভে থেকে।
গত (২৫ মে) মঙ্গলবার দুপুরে সিদ্দিক মোল্লার পালিত একটি ছাগল পরপর তিনটি কালো রঙের বাচ্চা প্রসব করে। এর মধ্যে একটি বাচ্চার আটটি পা রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ( সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময়) আট’পা বিশিষ্ট বাচ্চাটি সুস্থ আছে। তবে মোট তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চা মারা গেছে।
আট’পা বিশিষ্ট ছাগলের বাচ্চা জন্মানোর খবর ছড়িয়ে পড়লে এলাকার ও আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ ওই বাড়িতে ভিড় জমায়।