মুহাম্মদ মাসুম বিল্লাহ :
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন) রবিবার (২৩ মে) রাত ৯ টায় হীট স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানী উত্তরার লুবানা হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সোমবার সকাল ১০টায় উত্তরা ১২নং সেক্টর কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে ১২নং সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাজে মরহুমের পরিবার, আত্মীয় স্বজন ও ন্যাশনাল পিপলস পার্টি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি/ সাধারণ সম্পাদকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উপস্থিতির মধ্যে – এনপিপির প্রেসিডিয়াম সদস্য আনিসুর রহমান দেওয়ান, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, ন্যাশনাল পিপলস স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. এমদাদুল হক রানা,সাধারণ সম্পাদক মো. সাহেব আলী হাওলাদার রনি, বাংলাদেশ কংগ্রেস এর সভাপতি কাজী সাব্বির, ঢাকা মহানগর উত্তর এর সহসভাপতি, জাভেদ কামাল, মো. গিয়াস উদ্দিন, মো. জাকির হোসেন, মো. হানিফ প্রমুখ। মরহুম ইসমাইল হোসেন এর পরিবারের সাথে সমবেদনা জানাতে আসেন ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য মিসেস খালেকুজ্জামান দুদু ও কেন্দ্রীয় নেত্রী কবি নীলা মল্লিক। উল্লেখ্য, তিনি ফেব্রয়ারি ২০২১ এনপিপির মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে এনপিপির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু ও মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মন্ডল গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।