
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
জেলা সমাজসেবা গাজীপুরের আয়োজনে রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান
গাজীপুর থেকে মনির হোসেন জীবন :
জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুর এর আয়োজনে,ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি ও চেক বিতরণ অনুষ্ঠান।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, নাটমন্দিরে ২৩মে২০২১ ইং রবিবার দুপুরে রোগীদের মাঝে এই আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,আলহাজ্ব জাহিদ আহসান রাসেল (এম.পি),স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় এর পরিচালক, এস. এম. আনোয়ারুল করিম,এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
এসময় মোট ১৬০ জন রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন,এরমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন সদর উপজেলা ৯০ জন,শ্রীপুর উপজেলায় ২৪ জন, কাপাসিয়া উপজেলায় ২৫ জন,কালীগঞ্জ উপজেলায় ২১জন, বছরে প্রথম কিস্তিতে ১৬০ জন গরীব রোগীকে জনপ্রতি,৫০ হাজার টাকা করে মোট, ৮০ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
