মুন্সীগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টা গ্রেফতার বৃদ্
আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আমের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. নাসির বেপারী (৫০) নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২২ই মে শনিবার মুন্সীগঞ্জের সদর উপজেলার সিপাহী পাড়ার নিজ বাড়ি থেকে আসামীকে গ্রেফতার করে হাতিমারা তদন্ত পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম।
বাদীর দেওয়া তথ্য সুত্রে জানা যায়, গত ২৮শে এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টার সময় ৮ বছরের মেয়েকে আমের লোভ দেখিয়ে ফুসলিয়ে বাগানে নিয়ে যায়। মেয়ের মুখ চেপে ধরে মেয়ের হাফপ্যান্ট খুলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে নাসির দ্রুত পালিয়ে যায়।
এসআই আমিনুল ইসলাম জানান, থানায় অভিযোগের ভিত্তিতে আসামী নাসিরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
হাতিমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত/২০০৩) এর ৯ (৪) খ ধারায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। মোহাম্মদ নাসির বেপারী (৫৫) কে মামলার তদন্তকারী এস.আই. মো. আমিনুল রহমান সঙ্গীয় ফোর্সসহ উত্তর সিপাহি পাড়া থেকে গ্রেফতার করেছে।
। ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে নাসিরকে (৫০) গ্রেফতার করেছে শনিবার সকাল ৯টায় নিজ বাসা থেকে নাসির (৫০) কে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর নাসির।
বাদী (৬৫) জানান, ধর্ষণের চেষ্টাকারী মো: নাসির বেপারী (৫০) পিতা মৃত ইদু বেপারী গ্রাম উত্তর সিপাহীপাড়া তবে সে বাদীর প্রতিবেশী। (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় ৮ বছরের মেয়েকে আমের লোভ দেখাইয়া ফুসলাইয়া বাগানে থাকা জঙ্গলে নিয়ে যায়। মেয়ের মুখ চেপে ধরে মেয়ের পরিহিত হাফপ্যান্ট খুলিয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসলে নাসির দ্রুত ঘটনাস্থল থেকে পালাইয়া যায়।