কুলিয়ারচরে রোজিনা ইসলামের মুক্তির দাবিসহ কালো আইন বাতিলের দাবিতে মানববন্ধন
মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকদের কলমকে শিকল বাঁধার কালো আইন বাতিল ও লোক দেখানো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পরিহার করে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর জিরো টলারেন্স নীতি গ্রহনে এবং দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিসহ হেনস্তাকারী স্বাস্থ্য অধিদপ্তরের জড়িত কর্মকর্তাদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২২মে) দুপুরের দিকে কুলিয়ারচর বাজারস্থ শহীদ সেলিম স্মৃতি সংসদের সামনে স্থানীয় সাংবাদিক মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতির বিবেক রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ সংবাদিকদের কলম রুখে দেওয়ার কালো আইন বাতিল ও মৌখিক লোক দেখানো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি পরিহার করে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর জিরো টলারেন্স নীতি গ্রহনে এবং দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্তে মুক্তিসহ হেনস্তাকারী স্বাস্থ্য অধিদপ্তরের জড়িত কর্মকর্তাদের কঠিন শাস্তির জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। সচিবের একান্ত সচিবের রুমে রাষ্ট্রিয় গোপন নথি কেন থাকবে এ বিষয়ে জবাব দিতে হবে। রোজিনা ইসলাম কোন সন্ত্রাসী নয়। বৃটিশ আমলের করা অফিসিয়াল সিক্রেট আইন ও বর্তমান ডিজিটাল প্রযুক্তি আইন বাতিল করতে হবে। রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুসিয়ারী দেন এ মানববন্ধনে। রোজিনা ইসলামের ঘটনায় দেশে মুক্ত সাংবাদিকতা বাঁধাগ্রস্থ হবে বলেও বক্তারা অভিমত ব্যাক্ত করেন।
অবিলম্বে বাতিল ও সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মো. রফিক উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি মোহাম্মদ হারুন চৌধুরী, দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম, দৈনিক পূর্বকন্ঠের বার্তা সম্পাদক মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. নাঈমুজ্জামান নাঈম, দৈনিক আজকের সারাদিন প্রতিনিধি মো. মাইন উদ্দিন, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি মোহাম্মদ আরীফুল ইসলাম, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোছা. শুভ্রা, দৈনিক সরেজমিন বার্তা প্রতিনিধি ফারজানা আক্তার, দৈনিক পূর্বকণ্ঠ প্রতিনিধি শাহীন সুলতানা, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ প্রতিনিধি মৌসুমী আক্তার, দৈনিক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি আলি হায়দার, সাংবাদিক মোহাম্মদ আরীফুল ইসলাম, সাংবাদিক ফারজানা আক্তার, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি মো. মো. জুয়েল মিয়া, দৈনিক খবরপত্র প্রতিনিধি মো. সাদেকুর রহমান নবীন, দৈনিক লাল সবুজের দেশ প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক জাতির বার্তা প্রতিনিধি আলী সোহেল, মাটির মায়া ডটকম প্রতিনিধি মোছা. নিলুফা আক্তার নীলা প্রমূখ।