প্রথম আলো সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার ও বর্বরতা নির্যাতন হেনস্তাকারীদের শাস্তির দাবিতে সারাদেশের মতোও শরীয়তপুর জেলায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেন। তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় ও রুজিনা ইসলমকে মুক্তির দাবিতে সারা দেশ ব্যাপি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংস হিসেবে আজ শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় স্বারক লিপি দেওয়া হয় সময়
এবং এসময় তারা মুখে কলো কাপর বেধে অনিবলম্বে রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার সহ দোষীদের ও দুর্নীতিগ্রস্ত যেসব উপসচিব জড়িত তাদেরকে শাস্তির আওতায় না আনা পর্যন্ত কোন সরকারি-বেসরকারি সংবাদ প্রচার করা হবে না এবং বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার স্বইছায় কারাভোগ করার একটি স্মারকলিপি শরীয়তপুর জেলা প্রসাশক মোঃ পারবেজ হাসান এর নিটক প্রদান করেন শরীয়তপুর জেলার সকল গনমাধ্যম কর্মীরা।