আজ দুপুরে মিশন মোড় গোল চত্ত্বরে লালমনিরহাট থানা পুলিশের উদ্যেগে মাক্স ব্যবহার উদ্বুদ্ধকরণ মাক্স বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা পিপিএম বিপিএম।
এসময় পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, লালমনিরহাট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম,( এ সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট পুলিশ লাইনের (হেড কোয়ার্টার) অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম ও সদর থানা অফিসার ইনচার্জ শাহ আলমসহ পুলিশের বিভিন্নস্তরের বিভিন্ন সংস্থার পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক চ্যানেল২৬টিভির জেলা প্রতিনিধি, দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি ও সীমান্ত বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুমন ইসলাম বাবু।